ঝুলন দত্ত, কাপ্তাইঃ
নামায পড়ে বাসায় যাওয়ার পথে চালকের অনুপস্থিতিতেই ট্রাকের সহযোগী মো. মমিন (১৪) গাড়ি স্টার্ট দিলে ঘটনাস্থলেই চাকায় পৃষ্ঠ হয়ে হযরত আলী (প্রকাশ নানা) (৮৫) নামের ভিক্ষুকের করুণ মৃত্যু হয়েছে। বয়সের ভারে কাজ করতে না পারায় বাড়ির আশেপাশে-বাজারেই নামায শেষে ভিক্ষাবৃত্তি করতেন তিনি। মায়ার ছলে মাথায় হাত বুলিয়ে নিকট-আত্মীয়ের ন্যায়-ই সকলকে কাছে টেনে নিতেন তিনি। তার করুন মুত্যুতে এলাকায় নেমেছে শোকের ছোঁয়া। শুক্রবার সন্ধ্যায় রাঙামাটির কাপ্তাইয়ের নতুন বাজার সংলগ্ন মাঠ প্রাঙ্গনে ট্রাকের (নোয়াখালী দ ১১-০৩৫১) চাকায় পৃষ্ঠ হয়ে স্থানীয় মরহুম আলী আহমদের আশিউর্ধ ছেলে মো. হযরত আলীর করুণ মুত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার সত্যতা
নিশ্চিত করে কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন।