দুর্গাপূজা উপলক্ষে কাউন্সিলর জিয়াবুলের শারদীয় শুভেচ্ছা; মসজিদ ও মন্দিরে নগদ অর্থ প্রদান

নিজস্ব প্রতিবেদক

মোঃ নাজমুল সাঈদ সোহেল চকরিয়া (কক্সবাজার)

“ধর্ম হবে যার যার রাষ্ট্র হবে সবার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজারের চকরিয়া পৌরসভার শ্রেষ্ঠ কাউন্সিলর জিয়াবুল হক।পৌরবাসীসহ সকল হিন্দু ধর্মালম্বীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান তিনি।
সংবাদপত্রে প্রেরিত এক শুভেচ্ছা বাণীতে কাউন্সিলর জিয়াবুল বলেন, শারদীয় দুর্গাপূজা কেবলই হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিনি হিন্দু ধর্মাবলম্বীসহ সকল মানুষের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি লাল সবুজের এই দেশ। তাই আসুন মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধ থাকলে বাঙালির হাজার বছরের ইতিহাস ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্মিলিত প্রচেষ্টায় আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা প্রতিষ্ঠা করতে সক্ষম হবো। কাউন্সিলর জিয়াবুল আরো বলেন,কখনোই শাসক হয়ে নই আজীবন সাধারণ মানুষের সেবক হয়েই থাকতে চাই।আমি আমার অর্জন প্রাণের চকরিয়া পৌরবাসীকে সেবার মধ্য দিয়ে নিজেকে উৎসর্গ করতে সর্বদাই প্রস্তুত। উল্লেখ্য,চকরিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড এর সফল কাউন্সিলার ও ইতিমধ্যে কক্সবাজার জেলার শ্রেষ্ট কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়েছেন জিয়াবুল হক ০৪/১০/২০১৯ ইং তারিখে বাটাখালী বায়তুস ছালাম জামে মসজিদে জুমার নামাজ আদায় করার পর মুসল্লীর কাছ হইতে দোয়া প্রার্থনা করেন। মসজিদের উন্নয়নের কাজ পরিদর্শন পুবর্ক নগদ ৩০০০০/-( ত্রিশ হাজার টাকা) প্রদান করেন। মসজিদের খতিব মৌলানা আবদুস সালাম তাহার দীর্ঘায়ু ও বৃহত্তর পরিসরে জনগণের পাশে থেকে মসজিদ, মাদ্রাসা এবং মক্তবের আরো অধিকতর সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে চকরিয়া পৌরবাসীকে সেবা প্রদান করতে পারে আল্লাহার কাছে দোয়া কামনা করেন।জুমার নামাজের মোনাজাত শেষে মুসল্লিদের মাঝে তিনি মিষ্টি বিতরণ করেন। এদিকে শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে ভরামুহুরী কেন্দ্রীয় কালি মন্দিরে নগদ বিশ হাজার টাকা প্রদান,চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ডের সফল কাউন্সিলর জিয়াবুল হক,ইতিপূর্বে মানব সেবাই বিশেষ অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ “শেরে -বাংলা গোল্ড মেডেলসহ বিভিন্ন ক্ষ্যাতি অর্জন করতে সক্ষম হন আগামীর চকরিয়া পৌরপিতা জিয়াবুল হক। রাজনৈতিক জীবনে তিনি চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি,চকরিয়া ১ম পৌরসভা ছাত্রলীগ কমিটির পাঠাগার সম্পাদকের দ্বায়িত্ব পালনকালে গত বি এন পি জোট সরকারের আমলে তারেক জিয়া মামলায় ফেরারী জীবন অতিবাহিত করার পর সর্বশেষ চকরিয়া পৌরসভার নির্বাচনে কক্সবাজার জেলায় সর্বোচ্চ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন। ফেরারী জীবনকালে সৌদিআরব গমন করেছিলেন।দীর্ঘ ১১বছর প্রবাস জীবন অতিবাহিত কালে তিনি রামপুর এলাকায় ১২৮০ শতক(৩২ কানি)জমি খরিদ করেছিলেন। উক্ত জমির ৬০ শতাংশ(দেড় কানি)জমি শিক্ষা ক্ষেত্রে বিস্তৃতি এবং প্রসারে মহান আল্লাহ তায়াআলার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রামপুর মাতামুহুরী দাখিল মাদ্রাসায় লিখিত দানপত্র করেন। এছাড়াও তিনি নিজস্ব অর্থায়নে চরণদ্বীপ তেইক্কার ডিয়া জামে মসজিদের অনুদান,ভরামহুরী মহাফেজখানায় ৩২ সিলিং ফ্যান প্রদান,চকরিয়া ক্যান্টনমেন্ট স্কুলের দাতা,কক্সবাজার জেলার শ্রেষ্ঠ কাউন্সিলর,পশুপালক্ষেত্রে শ্রেষ্ঠ খামারের পুরুস্কার, কৈয়ারবিল গর্ভবতী মহিলার অপারেশন ও চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা, শাহারবিল ইউনিয়নের বৈদ্যুতিক তারে পুড়ে যাওয়া কান্দুর চিকিৎসার ব্যায়ভার বহনসহ গরীব দুঃখী অসহায় মানুষের সুখে-দুখে বিভিন্ন ভাবে সহায়তা প্রদান করে আসছেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত