শহিদুল ইসলাম মহেশপুরঃ
ঝিনাইদহের মহেশপুরে সামন্তা বিজিবির টহলরত টিম অভিযান চালিয়ে, ৩৫ বোতল ফেন্সিডিল ও মোটর সাইকেল সহ এক ক্লিনিক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। এবিষয়ে ৫৮ ব্যাটেলিয়নের বিজিবির উপ- পরিচালক মেজর কামরুল হাসান জানান, ৬ অক্টোবর রবিবার সকাল ৫ ঘটিকার সময়, সামন্তা বিওপির টহলরত টিম জানতে পারে, সামন্তা বিওপির নিকটস্থ, শামসুল হকের পুত্র ডাক্তার আবুল বাশার (৩৮) মোটর সাইকেল যোগে ফেন্সিডিল নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে তল্লাসি করলে ব্যাগে রাখা ৩৫ বোতল ফেন্সিডিল, নগত ৩ হাজার টাকা ও ব্যবহীত ১৩৫ সি সি কালো রংয়ের একটি ভারতীয় ডিসকভার মোটর সাইকেল উদ্ধার করা হয়।