
আজকের কর্ণফুলী ডেস্কঃ
জগৎ জননী মা দূর্গা প্রতি বছর শরৎ কালে আমাদের মাঝে আর্বিভুত হয়।শক্তি,ভক্তি শান্তি ও মুক্তির দেবী ও সকল অনাচার,অবিচার জরা জীর্ণতা দুরীভুত করার প্রয়াসে সর্বোপরি অসুর ও অশুভ শক্তির বিনাস করে মা দুর্গা ধরাধামে আসেন।মায়ের অারাধনাকে সার্থক ও সফল করার জন্য মিরশ্বরাই জোরারগন্জ,জনার্দ্দনপুর (উঃ) চৈতন্যের হাট শ্রী রবীন্দ্র কুমার দত্ত ও পরিবার বর্গের উদ্যোগে দত্ত বাড়ীতে শারদীয় দুর্গাপুজা ১৪২৬ বাংলা উদযাপিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও,১৮ই আর্শ্বিন রোজঃ রবিবার শেষ হয়েছে মহা অষ্টমী। আসন্ন দূর্গাপূজাকে কেন্দ্র করে,সনাতন ধর্মীয় হিন্দু সম্প্রদায়ের প্রানে যেন ,খুশির আমেজ ঢেউ খেলছে,উৎসবের জোয়ারে ভাসছে যেন,তাদের মন।এমনকি উৎসবের জোয়ারে মেতে,মন মত নিজেকে রাঙ্গাতে সাজ-সজ্জায় সজ্জিত হতে,নিজেকে সাজিয়ে নিচ্ছেন রঙ্গিন কাপড়ে।পবিত্র মহালয়া উদযাপন ও,চন্ডিপাঠের মধ্য দিয়ে নৌকায়,তাদের দূর্গাদেবীকে বরন করেন।
আজ ৭ই অক্টোবর ও আগামী ৮ই অক্টোবর মহা নবমী ও দশমী দূর্গাদেবীর বিসর্জনের মধ্যে দিয়ে
শারদীয় দূর্গা উৎসব শেষ হবে।