কাপ্তাই এ কর্নফুলি নদীতে নৌ বিজয়া র‍্যালীর মাধ্যমে প্রতিমা বির্সজন করলো ভক্তরা।

নিজস্ব প্রতিবেদক

ঝুলন দত্ত,কাপ্তাই প্রতিনিধিঃ

কাপ্তাই উপজেলার কর্নফুলি নদীতে বনার্ঢ়্য নৌ র‍্যালির মাধ্যমে ভক্তরা অশ্রুসিক্ত নয়নে ভক্তি অন্জলী দিয়ে জয় জোয়ারে ঢাক কাসর বাজিয়ে দেবী দূর্গাকে বির্সজন দিলেন মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে। হাজার হাজার ভক্তের জয়ধ্বনি আর মায়ের উলুধ্বনিতে কর্নফুলি নদীর দু’কোলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্হিতিতে এই প্রতিমা নিরন্জন উৎসব একটা সার্বজনীনতা লাভ করে। কাপ্তাই উপজেলা ৭ টি মন্দির সহ পাশের উপজেলা রাংগুনিয়া হতে অনেকে প্রতিমা সহযোগে অংশ নেন এই আয়োজনে। কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদ বিজয়া দশমী উপলক্ষে প্রতিবছর এর ন্যায় এই বছরোও আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা। কর্নফুলি নদীর উপর ফেরিতে সু-বিশাল মঞ্চে ৪ ঘন্টাব্যাপি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা। কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দীপক কান্তি ভট্রাচার্য্যের সভাপতিত্বে সাংস্কৃতিক সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাংগামাটি জেলা পরিষদ সদস্য ত্রিদিপ কুমার দাশ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন রাংগামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, সদস্য শান্তনা চাকমা, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা আ’লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন, চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন, রাংগামাটি জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, ৫ নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা, ২ নং রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, সাবেক সভাপতি সমলেন্দু দাশ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত