বাংলা ভাষা

নিজস্ব প্রতিবেদক

বাংলা ভাষা

কবিঃ মিঠুন তংচংগ্যা
ঠিকানাঃ কাঠালতলী,কাপ্তাই, রাংগামাটি
পেশাঃ ব্যবসায়ী

বাংলাদেশের মানুষ আমরা

বাংলায় আমাদের জম্ম।

বাংলা আমাদের দেশের ভাষা

বাংলা আমাদের প্রিয়।

এই দেশেতে জম্ম হয়েছি আমরা

এই দেশেতে মরবো,

মরার আগে বলে যাবো

বাংলাদেশের মানুষ আমরা,

বাংলাই কথা বলবো

বাংলা আমাদের শহীদের ভাষা,

বাংলা আমাদের রক্তের ভাষা

বাংলা আমাদের আন্দোলনের ভাষা

তাইতো বাংলা ভাষা আমাদের প্রিয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত