
ঢাকা ব্যুরো অফিসঃ
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে (বীরবিক্রম) গ্রেপ্তার করেছে র্যাব। মিরপুর বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া বিএনপির কার্যালয় থেকে একে ক্ষুদে বার্তায় গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১২ অক্টোবর) রাতে সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর বিমানবন্দরেই তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশ ব্যাটলিয়ন (র্যাব-৪)। পরে তাকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়।। তার বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল বলে জানিয়েছে পুলিশ। মিরপুর বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদ হাফিজের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘র্যাবের পক্ষ থেকে সাবেক সেনা কর্মকর্তা হাফিজের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।’ বিষয়টি নিশ্চিত করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদকে পুলিশ গ্রেপ্তার করেছে। কালকেও উনার সাথে ফোনে কথা হয়েছে, উনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন। আজ (রোববার) বিভাগীয় সমাবেশে যোগ দেওয়ার জন্য উনি দেশে ফিরেছেন। সকালে উনার বরিশাল যাওয়ার কথা, সেভাবে টিকিটও কেনা হয়েছে।’ রিজভী আরো বলেন, বিএনপি ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদকে পুলিশ অন্যায়ভাবে আটক করেছে। এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বিএনপির এই নেতা।