
ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
বিশ্ব ব্যাপী জনসচেতনতা তৈরী ও উদ্বুদ্ধ করনের লক্ষ্যে টেকনাফেও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে এনজিও হাইসাওয়া-এর সহযোগিতায় জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দিবস পালিত হয়েছে। এতে বিদ্যালয়ে র্যালী, হাত ধোয়া প্রদর্শনী শেষে আলোচনা সভা অনুষ্টিত হয়। এসময় ‘সকলের হাত পরিচ্ছন্ন থাক, সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন’ শ্লোগানকে সামনে রেখে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধোয়া ও পরিস্কার পরিচ্ছন্নতার উপর দিক নির্দেশনাসহ শপথ বাক্য পাঠ করানো হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টেকনাফ পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর নাজমা আলম, পৌরসভার সচিব মোহাম্মদ মহিউদ্দিন, অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা পিয়ারা বেগম, এনজিও হাইসাওয়া প্রকল্পের ওয়াশ অফিসার হামিদুল ইসলাম।
হাইসাওয়া প্রকল্পের ওয়াশ অফিসার হামিদুল ইসলাম বলেন, তাদের সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এসময় বিদ্যালয়ের ১৭৪ জন শিক্ষার্থীদের সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব নিয়ে আলোচনা ও হাতধোয়ার কৌশল প্রদর্শন করা হয়েছে।