চট্টগ্রাম হালিশহর দক্ষিণ কাট্টলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়।

নিজস্ব প্রতিবেদক

ফরিদা সীমাঃ

বিশ্ব ব্যাপী জনসচেতনতা তৈরী ও উদ্বুদ্ধ করনের লক্ষ্যে আজ চট্টগ্রাম হালিশহর দক্ষিণ কাট্টলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়। মঙ্গলবার (১৫ অক্টোবর)  সকালে চট্টগ্রাম হালিশহর দক্ষিণ কাট্টলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এতে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীরা জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে ছাত্র ছাত্রীদের কি ভাবে হাত ধোয়া হয় প্রধান শিক্ষিকা বিস্তারিত আলোচনা করেন। এসময় উক্ত স্কুলের সকল শিক্ষিকার উপস্থিতিতে, প্রধান শিক্ষিকা ‘সকলের হাত পরিচ্ছন্ন থাক, সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন’ শ্লোগানকে সামনে রেখে  বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধোয়া ও পরিস্কার পরিচ্ছন্নতার উপর দিক নির্দেশনাসহ শপথ বাক্য পাঠ করানো মধ্যে দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত