আদিতমারীতে আবারো বৃদ্ধি পেয়াজে অনন্য সবজিতেও বৃদ্ধি প্রতি কেজিতে ৫-১০টাকা।

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিনিধিঃ

লালমনিরহাটের আদিতমারীর সিমান্ত এলাকার কয়েকটি বাজারে আবারো বৃদ্ধি পেয়াজে এছাড়াও অনন্য সবজিতে প্রতি কেজিতে বৃদ্ধি হয়েছে ৫-১০ টাকা পর্যন্ত। গতকাল সিমান্তের একটি বিকেল বাজারে ক্রেতাগণ এই অভিযোগ করেন।ক্রেতাগণ জানান গত সপ্তাহে প্রতি কেজি পেয়াজ
১০০টাকা থেকে ৩০টাকা কমে বাজারে বিক্রি হতো প্রতি কেজি পেয়াজ ৭০টাকাতে। চলতি সপ্তাহে হঠাৎ করে ৩০টাকা বৃদ্ধিতে প্রতি কেজি পেয়াজ আবারো বিক্রি হচ্ছে ১০০টাকাতে এছাড়াও অনন্য সবজি গুলোতে বৃদ্ধি
হয়েছে প্রতি কেজিতে ৫-১০টাকা পর্যন্ত। যদিও শীতের সবজি গুলো বাজারে এসেছে তবুও চওড়া দামে বিক্রি হচ্ছে শীতের সবজি সহ অনন্য সবজি গুলো
এরমধ্যে আলু পটল বেগুন মুলা কপি লাউ কদর করল্লা সহ আরও কয়েকটি সবজিতে কয়েকদিন ধরেই চওড়া দামে বিক্রি হচ্ছে সিমান্ত এলাকার কয়েকটি বাজারে এসব সবজি গুলো।গত সপ্তাহের শেষের দিকে জাতনুসারে প্রতি কেজি আলু বিক্রি হতো ২৫-৩০টাকায় চলতি সপ্তাহের শুরু থেকে বৃদ্ধিতে বিক্রি হচ্ছে প্রতি কেজি আলু ৩৫-৪০ টাকাতে। পটল প্রতি কেজি ছিল ৩০টাকা বৃদ্ধি হয়ে বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি পটল ৪০টাকা দরে প্রতি কেজি বেগুন বিক্রি হতো ২৫থেকে সর্বোচ্চ ৩০টাকা দরে বর্তমান বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে প্রতি কেজি বেগুন ৪০টাকাতে। মুলা বিক্রি হতো প্রতি কেজি ৩০টাকা বৃদ্ধিতে বিক্রি হচ্ছে এখন প্রতি কেজি মুলা ৪০টাকাতে, তবে একেবারেই উর্ধ্বগতিতে বৃদ্ধিতে বিক্রি হচ্ছে কপি প্রতি কেজি ৮০-৯০ টাকা পর্যন্ত এর আগে প্রতিটি লাউ বাজারে বিক্রি হতো ১০-১৫ টাকা বর্তমান বৃদ্ধিতে বিক্রি হচ্ছে ৩০-৪০টাকা পর্যন্ত, এছাড়াও কদরে বৃদ্ধি হয়েছে ৫টাকা বৃদ্ধিতে বিক্রি কদর প্রতি কেজি ১৫টাকাতে। স্থিতিশীল রয়েছে মাছ মাংসের দাম বৃদ্ধি হয়েছে বয়লার মুরগীর ডিমে। এই বিষয়ে কথা হয় বাজারের কাঁচামাল ব্যবসায়ীদের সাথে তারা বলেন বর্তমান বাজারে আড়ৎ এ-কাচামালের দাম চওড়া থাকায় কিংবা চাহিদানুযায়ী না পাওয়ায় এসব বাজারে খুচরা বিক্রিতে বৃদ্ধি হয়েছে এসব কাচামালের দাম। তারা আরও বলেন যে আড়ৎ থেকে বাজারের ব্যবসাস্থল পৌঁছাতে যাতায়াত সহ অনন্য খরচ বহন করে দেখা যায় প্রতি কেজিতে দু-চার লাভ থাকে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত