মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা আইয়ূব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

নিজস্ব প্রতিবেদক

শহিদুল ইসলাম মহেশপুর থেকে

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৭নং কাজিরবেড় ইউপির ইসলামপুর গ্রামের একাত্তরের রণাঙ্গনের সৈনিক বীর মুক্তিযোদ্ধা আইয়ূব হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পন্ন হয়েছে। ১৫ অক্টোবর মঙ্গলবার বিকাল ৫ ঘটিকার সময় কাজীরবেড় ইউপির ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযার পূর্বে মরহুম আইয়ূব হোসেন কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুজন সরকার, নবাগত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামিদ, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার, জেলা কৃষকলীগের সহ-সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, ৭নং কাজীরবেড় ইউনিয়ন আ’লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান বি এম সেলিম রেজা, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল আলম, বাঁশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল সহ উপজেলার সকল বীরমুক্তিযোদ্ধা, উপজেলা আ’লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ ও অত্র এলাকায় গন্যমান্য সহ বিভিন্ন শ্রেনী পেশার ব্যাক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা আইয়ূব হোসেন দীর্ঘদিন ধরে এ্যাজমা ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। গত ১৫ অক্টোবর শারীরিক অবস্থার অবনতির এক পর্যায়ে ভোর আনুমানিক ৫ টার সময় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২বছর।
তিনি স্ত্রী,পুত্র,কন্যা আত্মীয়স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছাঁয়া নেমে এসেছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত