খোরশেদ আলমঃ
মানবাধিকার বাস্তবায়ন কমিশন, চট্টগ্রাম মহানগর কমিটির এক জরুরী সভা, সংগঠনের অস্থায়ী কার্যালয় মুসাফির খানা মার্কেটেরর ৩য় তলায় সভাপতি রোটারিয়ান গোলাম আকবর চৌধুরীর সভাপতিত্বে আজ ১৬/১০/১৯ অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম চৌধুরী, সহ-সভাপতি আলহাজ্ব জালাল ইব্রাহীম, ইন্জিনিয়ার হোসাইন মুরাদ, ইন্জিনিয়ার নাছির উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মোহা: আবু মনসুর, যুগ্ম-সম্পাদক সৈয়দ নাসিম আহমেদ, যুগ্ম-সম্পাদক সাজ্জাদ হোসেন, দপ্তর-সম্পাদক সাদ্দাম হুসাইন সালমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইকবাল হুসাইন (বাহার), মহিলা সম্পাদিকা মাহমুদা অাক্তার মুন্নি, সাহেদা আক্তার, আব্দুল মোমেন, মীর মুজিবুল হায়দার, বিশ্বজিৎ চৌধুরী, আমিনুর রহমান সায়েম, তানভির আহমদ, ওয়াহিদুল ইসলাম অপু, অর্নব দাশ, অভিষেক দাশ, সানিসহ আরো অনেক সভায় সাংগঠনিক বিবিধ বিষয়ে আলোচনা হয় এবং বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন চৌধুরীর বিরুদ্ধে অর্থ-আত্মস্বাদ ও বিভিন্ন অনিয়মের লিখিত অভিযোগের কারণে সকলের সম্মতিক্রমে সভাপতি উনাকে অব্যহতি দিয়ে সভায় বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ নাসিম আহমদকে মানবাধিকার বাস্তবায়ন কমিশন, চট্টগ্রাম মহানগনরের ভারপ্রাপ্ত সাধারাণ সম্পাদক হিসাবে অনুমোদন দেয়া হয়।
সভা শেষে এক আনন্দগণ পরিবেশে নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে উপস্থিত সংগঠনের সবাই ফুল দিয়ে বরণ করে। মিষ্টি মুখ করার মধ্যে দিয়ে সভাপতি রোটারিয়ান গোলাম আকবর চৌধুরী সভা সমাপ্তি ঘোষণা করেন।