
আজকের কর্ণফুলী ডেস্কঃ
পূর্বাঞ্চল রেলওয়ে জায়গায় স্থাপিত নানা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
চট্টগ্রামস্থ ফ্রান্সিস রোড থেকে সি আর বি সাত রাস্তার মোড এবং গ্রামীণ রেস্ট হাউস সংলগ্ন ও তার আশ পাশ এলাকায় রেলওয়ের মালিকনাধীন ভুমিতে অবৈধ ভাবে নির্মিত ঘরবাড়ি উচ্ছেদ অভিযান করে উদ্ধার করেন।
উচ্ছেদ হওয়া পরিবারের করুণ অবস্থা দেখার জন্য পরিদর্শনে আসেন মহানগর বিএনপির
সাধারন সম্পাদক আবুল হাসেম বক্কর সহ
অংগ সংগঠনের নেতা কর্মিরা। উচ্ছেদে
দরিদ্র ও অসহায় মানুষের আহাজারিতে
চোখের জল থেমে ছিলনা সাধারন মানুষেরও।
পরিদর্শন শেষে বস্তি বাসীকে শান্তনা দেন নগর নেতা আবুল হাসেম বক্কর। আজ ২০/১০/১০১৯ ইং রোজ রবিবার বস্তি বাসীর জন্য এক বেলা খাওয়ার ব্যাবস্থা করেন। নগর বিএনপির নেতা আবুল হাসেম বক্কর এতে সহযোগিতা করেন মোঃ ছালাউদ্দন আহম্মদ নগর বিএনপির সহ সম্পাদক। মোঃ আলমগীর সদস্য নগর বিএনপি, মোঃ জাহেদ উল্যাহ রাসেদ সাধারন সম্পাদক এনায়েত বাজার ওয়াড বিএনপি, সাইফুল ইসলাম,
এরশাদ উল্যাহ, সালেহ আহম্মদ, মোঃ নাছির,
মোঃ সাহেদ, মোঃ মাসুম, মোঃ গিয়াস সহ
আরো উপস্থিত ছিলেন অন্য অন্যরা।