মহেশপুর দত্তনগর প্রাথমিকের প্রধান শিক্ষিকার বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক

শহিদুল ইসলাম মহেশপুর থেকে

১৯ অক্টোবর বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১৬ নং দত্তনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকা মোছাঃ সুফিয়া খাতুনের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষিকার স্বামী দত্তনগর এস এম ফার্ম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু হাসান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাহাবুব আজম ইকবাল ঝড়ু , দত্তনগর বাজার কমিটির সাধারন সম্পাদক আব্দুল হান্নান, সেজিয়া প্রাথমিকের প্রধান শিক্ষক আব্দুল মতিন, পুড়াপড়া প্রাথমিকের প্রধান শিক্ষক মইনুল ইসলাম, কুশাডাঙ্গা প্রাথমিকের প্রধান শিক্ষিকা মোছাঃ মুর্শিদা খাতুন, সহকারী শিক্ষিকা রওশন আরা খাতুন, নেপা প্রাথমিকের সহকারী শিক্ষিকা মোছাঃ শাহানারা খাতুন, দত্তনগর প্রাথমিকের সহকারী শিক্ষিকা মোছাঃ নাজমা খাতুন। উল্লেখ্য শিক্ষিকা সুফিয়া খাতুন সুনামের সাথে গত ৪০ বছর ৮ মাস ১৭ দিন চাকুরীজিবী জীবন অতিবাহিত করেছেন। এর মধ্যে ১৫ বছর ধরে প্রধান শিক্ষিকার দায়ীত্ব্য করছেন। উনুষ্ঠানটি সঞ্চালন করেন দত্তনগর প্রাথমিক বিদ্যালয়ের অন্যতম শিক্ষক মজনুর রহমান।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত