
ঝুলন দত্ত,কাপ্তাই :
মুক্তিযুদ্ধ মঞ্চ রাংগামাটি জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে সোমবার রাতে। এতে সভাপতি হিসেবে আলীব রেজা লিমন(মুক্তিযোদ্ধার সন্তান) এবং সাধারণ সম্পাদক হিসেবে শারমিন সোমা, মনোনিত হয়েছেন।সোমবার রাতে মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে, রাঙ্গমাটি জেলা শাখা কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে সদ্য অনুমোদনপ্রাপ্ত নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।রাঙ্গামাটি জেলা শাখার নব নবনির্বাচিত সভাপতি এই প্রতিবেদক কে বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ও জননেত্রী শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমাদের আপোষহীন সংগ্রাম অব্যাহত থাকতে তাঁরা কাজ করে যাবেন।