কাপ্তাই প্রতিনিধিঃ
কাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে বুধবার(২৩ অক্টোবর) দুপুরে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলের নেতৃত্বে বিভিন্ন কুলিং কর্ণার ও ফার্মেসীতে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালিত করা হয়। অভিযান চলাকালীন ভোক্তা অধিকার ও মেডিকেল আইনে একাধিক কুলিং কর্ণার ও ফার্মেসীকে জরিমানা করা হয়েছে। এরমধ্যে সুচনা কুলিং কর্ণারের মোঃ আবু তাহের, স্বাদ কুলিং কর্ণারের মোঃ নিজাম উদ্দিন, আজমীর কুলিং কর্নারের মোঃ কামাল হোসেন,মা বেকারীর মোঃ নজরুল ইসলাম, হিলভিউ ফার্মেসীর উৎপল বড়ুয়াকে আর্থিক জরিমানা করা রয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় উপজেলা স্যানিটেশন কর্মকর্তা মোঃ ইলিয়াছ ও থানা পুলিশ অভিযানে অংশ নেয়।