
ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন নতুন সময় টিভিতে টেকনাফ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন কলমযোদ্ধা ও টেকনাফ সাংবাদিক ইউনিটির সদস্য সাংবাদিক মোঃ ইয়াছিন আরফাত।
তিনি দীর্ঘদিন যাবত সৎ, যোগ্য ও দক্ষতার সাথে কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক গণসংযোগ পত্রিকার টেকনাফ প্রতিনিধি, জাতীয় অনলাইন নিউজ পোর্টাল আমাদের সময় ডটকম, ইউটিউব চ্যানেল সংবাদ টিভি, চিটাগাংয়ের অনলাইন নিউজ পোর্টাল চট্রলা বাংলা ডটকম, ইনানী নিউজ ডটকম, কক্স জার্নাল24 ডটকমসহ আরও কয়েকটি অনলাইনে সততার সহিত কাজ করে আসছেন। সে ২৪ অক্টোবর’১৯ ইংরেজী নতুন সময় টিভি ভবনে স্ব-শরীরে উপস্থিত হয়ে নতুন সময় টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আলীর কাছ থেকে আইডি কার্ড ও নিয়োগপত্র গ্রহণ করেন। মোঃ ইয়াছিন আরফাত নতুন সময় টেলিভিশনে টেকনাফ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার স্থানীয় সাংবাদিকগণ, জনসাধারণ ও নতুন সময় টেলিভিশনের পরিবারসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উল্লেখ্য যে, টেকনাফে নতুন সময় টিভিতে প্রতিনিধি মোঃ ইয়াছিন আরফাত ছাড়া আর অন্য কোন প্রতিনিধি নাই। যদি অন্য কেউ নতুন সময় টিভির পরিচয় দেই তাহলে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার নতুন সময় টিভি কর্তৃপক্ষের কাছ থেকে অনুরুধ রইল।