
মোঃ মামুনুর রশিদ,নবাবগঞ্জ,দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জে মাধ্যমিক স্তুরের শিক্ষাথর্ীদের অংশ গ্রহনে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, একাডেমিক সুপার ভাইজার মোঃ শাফিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা পর্যায়ে এ প্রতিযোগিতায় ১ম স্থান নবাবগঞ্জ সরকারি বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় ও ২য় স্থান অধিকার করেন মনোহরপুর উচ্চ বিদ্যালয়।