চট্টগ্রামে বায়েজিদ থানা এলাকায় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

মহানগর প্রতিনিধিঃ

বায়েজিদ বোস্তামী থানাধীন আজ শুক্রবার ৩ ঘটিকার সময় ওয়াজেদিয়াস্হ বাবুল সাহেবের মাঠের শেষ প্রান্তে উম্মুক্ত স্হানে কতিপয় ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হলে বায়েজিদ থানা পুলিশ গোপন সংবাদমাধ্যমে পাচঁজন ডাকাত কে অস্ত্র সহ আটক করতে সক্ষম হন। আটককৃত ডাকাতদলের ০৫ জন হলো, ১) মোঃ রুহুল আমিন (২১), ২) মোঃ জাবেদ প্রকাশ ডাইনে জাবেদ (৩১), ৩) মোঃ আব্দুল কাদের সুজন (২৯) , ৪) মোঃ তুহিন প্রকাশ তুফান (২৮ ), ৫) রায়হান আহম্মেদ রনি (২০ ) গ্রেফতারকৃতদের থেকে , ৫ টি একনলা বন্ধুক, ৫ টি কার্তুজ, স্টীলের তৈরী ছোরা ১ টি ,স্টীলের তৈরী চাপাতি ২ টি উদ্ধার করা হয়। বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার জানান। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হইয়াছে। এছাড়া তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রহিয়াছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত