
বিশু তনচংগ্যা।
সারাবিশ্বের মুসলিম ধর্মালম্বীদের অন্যতম একটি ধর্মীয় উৎসব পবিত্র ঈদ- উল- আযহা এর উপলক্ষে প্রতিবছরের ন্যায় খুবই জাগ জমক ভাবে উদযাপন করতে যাচ্ছে। ২৯৯ পার্বত্য রাঙ্গামাটি আসনের মাননীয় সংসদ সদস্য শ্রী ঊষাতন তালুকদার আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলাসহ সারা দেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর নাগরিকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ; শুভকামনা সহ ঈদ মোবারক জানিয়েছেন। মাননীয় সংসদ সদস্যের একান্ত সহকারী এম. আর. হোসাইন জহির কর্তৃক প্রেরিত শুভেচ্ছা বার্তায় মাননীয় সাংসদ বলেন “ধর্ম যার যার – উৎসব সবার। আসন্ন ঈদ প্রতিটি নাগরিকের জন্য বয়ে আনুক শান্তি সমৃদ্ধি ও উন্নতির আনন্দ বার্তা। ঈদের অনাবিল আনন্দ সকল জাতি ধর্ম বর্ণ তথা সকল শ্রেণীর নাগরিকের মাঝে সৃষ্টি করুক সম্প্রীতি ও সৌহার্দ্যের সেতুবন্ধন।