কাপ্তাই লেকে নৌ বাহিনীর মাছের পোনা অবমুক্তকরণ।

নিজস্ব প্রতিবেদক

ঝুলন দত্ত, কাপ্তাই :

বাংলাদেশ নৌবাহিনী কাপ্তাই শহীদ মোয়াজ্জম ঘাঁটির ব্যবস্হাপায় কাপ্তাই লেকে ১৩০ কেজি (রুই ৪৯ কেজি, কাতল ৫৭ কেজি ও মৃগেল ২৯ কেজি)মৎস্য পোনা অবমুক্ত করা হয়। শুক্রবার(২৫ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে কাপ্তাই নৌ ঘাঁটি বানৌজা শহীদ মোয়াজ্জমের অধিনায়ক ক্যাপ্টেন এম মুকিত খান উক্ত মৎস্য পোনা অবমুক্ত করেন। এ সময় নৌ ঘাঁটি বানৌজা শহীদ মোয়াজ্জমের অন্যান্য কর্মকর্তা ও নৌ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত