ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
পুলিশের সঙ্গে কাজ করি মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে সারা দেশের ন্যায় কক্সবাজারের টেকনাফে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ টেকনাফ মডেল থানার আয়োজনে পালিত হয়েছে।
শনিবার ২৬শে অক্টোবর সকাল ১০টায় থানা প্রাঙ্গন থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গনে এসে আলোচনা সভা শুরু হয়। পরে টেকনাফ সরকারী কলেজের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার শীলের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন,টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি প্রদীপ কুমার দাশ এবং কোরআন তেলাওয়াত করেন হাফেজ আবু বক্কর। এতে প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পৌরসভার মেয়র হাজী মোঃ ইসলাম,টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আলহাজ্ব নুরুল হুদা, আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মুুফতি কেফায়েত উল্লাহ শফিক,মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রকিবুল ইসলাম খান, পৌর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ আলম বাহাদুর,সাধারণ সম্পাদক নুরুল হোসাইন, হ্নীলা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি নজরুল ইসলাম,হোয়াইক্যং কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আলমগীর কবির চৌধুরী,সাবরাং কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মীর আহাম্মদ,সদর কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মাহবুব,বাহারছড়া কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোহাম্মদ আজিজ উল্লাহ প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন থানার সকল কর্মকর্তাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি, সাধারণ সসম্পাদক ও সকল সদস্যবৃন্দ।
ওসি প্রদীপ কুমার দাশ বক্তব্যে বলেন, কমিউনিটি পুলিশিং ফোরামের কাজ হচ্ছে পুলিশকে সহায়তা করা এবং এলাকায় যে সমস্ত অপরাধী রয়েছে তাদেরকে চিহ্নিত করে দেওয়া। আপনাদের দেশ আপনাদের টেকনাফ আপনারা যদি টেকনাফকে ভালো না বাসলে আপনারা আপনাদের ছেলে মেয়েদের অন্যায় অবিচার করবেন।টেকনাফকে ভালবাসা মানে আপনাদের ছেলে মেয়েদের ভালবাসা। এখনো পর্যন্ত যারা ইয়াবা ব্যবসা করছেন তাদের তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করেন।ইয়াবা ব্যবসায়ীদেরকে যারা জমি বিক্রি করেছেন তাদেরকেও আইনের আওতায় আনা হবে।জায়গা বিক্রি করা মানে অবৈধ কে জায়েজ করা।ধর্ষণের ঘটনায় কাউকে গ্রেফতার করা হলে তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে। আগের চেয়ে অনেক সুশৃঙ্খল হয়েগেছে।
সভাপতি নুরুল হুদা বক্তব্যে বলেন,টেকনাফে যোগদান করার পর ওসি প্রদীপ যেভাবে মাদক নির্মূল করবেন বলে আশ্বস্ত করেছিলেন,তার প্রমাণ আপনারা সকলে পেয়েছেন।তিনি মাদক নির্মূলে প্রশংসিত হওয়ায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সম্মাননা,চট্টগ্রাম রেঞ্জের সেরা ওসি এবং জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে
পুরুষ্কার পেলেন।ভালো কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তি আসতে পারে সে গুলোকে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।মাদকের বিরুদ্ধে সকলকে জেহাদ ঘোষণা করতে হবে কোন অপরাধী উপজেলায় থাকতে পারবেনা।পাশাপাশি বিভিন্ন গ্রামে এখনো সক্রিয় থাকা পাইকারী ও খুচরা মাদক বিক্রেতা, বহনকারী এবং সেবনকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান।কমিটিতে আগাছা কেউ থাকতে পারবে না প্রয়োজনে আবারও নতুুন করে কমিটি সাজানো হবে। প্রধান অতিথির বক্তব্যে নুরুল আলম চেয়ারম্যান বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা করায় সারাদেশের ন্যায় টেকনাফও অভিযান অব্যহৃত রয়েছে।অবৈধ পথে টাকা আয় করে কেহ সুখী হতে পারেনি পারবেও না। সন্ত্রাসী ও খারাপ মানুষদের ভালোর পথে ফিরিয়ে আসার সুযোগ রয়েছে আত্নসমর্পনের মাধ্যমে।বিগত সময়ে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর হাতে পুলিশের সহযোগীতায় টেকনাফে অসংখ্য মাদক ব্যবসায়ী আত্নসমর্পনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সরকার সহযোগীতা করেছে।সেচ্ছাসেবী হিসেবে কমিউনিটি পুলিশিং এর সদস্যদের কাজ করতে হবে।কমিউনিটি পুলিশিং কমিটিতে কোন খারাপ মানুষের স্থান হবে না।
এ উপলক্ষে একইদিন সন্ধ্যায় কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের নিয়ে থানা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশের সকল সদস্য বৃন্দ ও অতিথিরা।