মহানগর প্রতিনিধিঃ
চট্টগ্রাম মহানগর উদ্যমী যুব ও তরুণ এবং বিভিন্ন সংগঠন এর যৌথ উদ্যোগে
সর্বাগ্রে মানবতা, মানব সেবায় উপলব্ধি হৃদয়ে ধারন করে একঝাঁক উদ্যেমী নিবেদিত যুবকদের নিয়ে মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন নামে একটি মানবাধিকার সংগঠন এর শুভ যাত্রা শুরু হয় ২৭শে অক্টোবর তারিখে নগরীর মুসাফির খানা মার্কেটের ৩য় তলায় সংগঠন এর চেয়ারম্যান রোটারিয়ান গোলাম আকবর চৌধুরীর সভাপতিত্বে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন কবি জাহাঙ্গীর আলম চৌধুরী, ইঞ্জিনিয়ার হোসাইন মুরাদ,ওমর ফারুক মামুন, মোঃ আবু মনসুর, নুরুল হাসেম,আবু রায়হান পারভেজ, সাজ্জাদ হোসেন,মোঃরফিক,আবু জাফর,মাশরুর হোসেন এ,ড আায়াত উল্লাহ,ইকবাল বাহার,ওমর সিদ্দিক, রাফসান,মাহমুদা আকতার মুন্নি,সাহেদা আকতার,মুনমুন আকতার বেবী,অর্নব দাশ,অভিশেক দাশ,অভি,সহ আরো অনেকে। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় সিদ্ধান্ত নেয়া হয়।আগামীতে মানবিক কার্য্যক্রম ধারাবাহিক ভাবে পরিচালনা করার উপর গুরুত্ব আরোপ করা হয়।