প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৫, ৭:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৩, ২০১৮, ৬:৩৭ অপরাহ্ণ
রাঙ্গামাটি সহ কাপ্তাই ঈদ শুভেচ্ছা ও কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন মাননীয় সংসদ ঊষাতন তালুকদার
ছবিঃ মাননীয় সংসদ ঊষাতন তালুকদার কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ রোগীদের সাথে কথা বলতে দেখা যাচ্ছে
বিশু তনচংগ্যা
পার্বত্য রাঙ্গামাটি আসনের মাননীয় সংসদ সদস্য শ্রী ঊষাতন তালুকদার আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন জায়গায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর নাগরিকের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। নিজ জেলায় শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসাবে কাপ্তাই উপজেলায় ও শুভেচ্ছা বিনিময় করেন।
আজ সকাল সাড়ে এগারোটায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। এসময় চিকিৎসারত বিভিন্ন রোগীর সাথে কথা বলে তাদের সুবিধা অসুবিধার খোঁজ খবর নেয়ার পাশাপাশি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কিছু নির্দেশনা দেন।
এছাড়াও তিনি হাসপাতালের পঞ্চাশ শয্যা উন্নীতকরণের চলমান কাজ পরিদর্শনে এসে কাজের গুণগত মান নিশ্চিত করার তাগিদ দেন। মাননীয় সংসদ সদস্য বলেন " আমি নির্বাচিত হওয়ার পর স্বাস্থ্য সেবার মানোন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালিয়েছি।
এর আগে আরো দুইবার কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছি। আমি তখন কথা দিয়েছিলাম এই হাসপাতাল পঞ্চাশ শয্যায় উন্নীতকরণ করা হবে। আমাদের উদ্যোগ এবং নিরলস প্রচেষ্টায় রাঙ্গামাটি আসনের চারটি স্বাস্থ্য কমপ্লেক্সেকে পঞ্চাশ শয্যায় উন্নীতকরণ করা হয়েছে। এবং পর্যায়ক্রমে বাকি গুলোকেও পঞ্চাশ সয্যায় উন্নীত করা হবে। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে এম্বুলেন্স এবং বিভিন্ন স্বাস্থ্য সরঞ্জামাদি নিশ্চিত করার প্রক্রিয়া অব্যাহত আছে।মাননীয় সংসদ সদস্যের একান্ত সহকারী এম. আর. হোসাইন জহির এর বাসায় দূপরের দাওয়াত খেয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিদয়ের সাথে এক ঈদ শুভেচ্ছা বিনিময় কালে বলেন ধর্ম যার যার - উৎসব সবার। আসন্ন ঈদ প্রতিটি নাগরিকের জন্য বয়ে আনুক শান্তি সমৃদ্ধি তথা সকল শ্রেণীর নাগরিকের মাঝে সৃষ্টি করুক সম্প্রীতি ও সৌহার্দ্যের সেতুবন্ধন। তিনি আরো বলেন " আমরা গণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি; নাম ফলক বা সাইনবোর্ডের রাজনীতি করছিনা। আমৃত্যু গণ মানুষের জন্যই কাজ করে যাবো। মাননীয় সংসদ সদস্যের একান্ত সহকারী এম আর হোসাইন জহিরের বাস ভবনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও নানান গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ আলোচনা করেন। আলোচনায় কেপিএম এর উন্নয়ন এবং শ্রমিক কর্মচারীদের যাবতীয় পাওনা পরিষোধের বিষয়ে জোড় প্রচেষ্টা অব্যাহত রাখার জন্যে মাননীয় সংসদ কে অনুরোধ করেন। উপস্হিত কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, ভাইস চেয়ারম্যান নুর নাহার, সকালের বার্তা র নির্বাহী সম্পাদক চৌধুরী মুহাম্মদ রিপন, কেপিএম সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক ছাত্র নেতা শহিদুল ইসলাম শহিদ, মাননীয় সংসদ এর কাপ্তাই উপজেলা প্রতিনিধি বাবু বিক্রম মার্মা, আজকের কর্ণফুলী কাপ্তাই প্রতিনিধি বিশু তনচংগ্যা, উপস্থিত সকলে মাননীয় সংসদ সদস্য কে ধন্যবাদ জানান। বিকেল সাড়ে তিনটায় মাননীয় সংসদ সদস্য ঢাকার উদ্দেশ্যে কাপ্তাই ত্যাগ করেন।