কাপ্তাই উপজেলা পর্যায়ে বিজয় ফুল উৎসব উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই প্রতিনিধিঃ

মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলব্ধি ও বাংলাদেশের সংগ্রামী ইতিহাস জানবার উদ্দেশ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিশু শ্রেণী হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ” বিজয় ফুল” উৎসব আয়োজনের অংশ হিসাবে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন, উপজেলা অফিসার্স ক্লাব এবং রেস্ট হাউজ সম্মেলন কক্ষে বিজয় ফুল তৈরী, গল্পবলা, কবিতা আবৃত্তি, কবিতা রচনা, একক অভিনয়, চিত্রাংকন, চলচ্চিত্র নির্মাণ এবং সমবেত দেশাত্ববোধক ও জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কাপ্তাই উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহের ৩ শতাধিক প্রতিযোগী অংশ নেন।
এর আগে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা সঞ্চয় দেবনাথ, শিক্ষা কর্মকর্তা খুরশেদুল আলম চৌধুরী, সহকারী শিক্ষা কর্মকর্তা নিমি চাকমা, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা, কাপ্তাই শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ফনিন্দ্র লাল ত্রিপুরা, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমুহের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত