কাপ্তাই প্রতিনিধিঃঃ
কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার(১ নভেম্বর) সকালে অনুষ্ঠিত হয় জাতীয় যুব দিবস ২০১৯। এই উপলক্ষে কাপ্তাই ইউএনও কার্যালয় প্রাঙ্গন থেকে একটি র্যালী উপজেলার বিভিন্ন কমপ্লেক্স, কাপ্তাই-চট্টগ্রাম সড়ক প্রদক্ষিণ করে উপজেলা রেষ্ট হাউজ সভাকক্ষে আলোচনায় মিলিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন। যুব উন্নয়ন কার্যালয়ের সুপার-ভাইজার জাকির হোসেনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা আ.লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ চৌধুরী। অনুষ্ঠান শেষে গবাদী পশু পালন ও হাসমুরগী পালন শীর্ষক প্রশিক্ষণ প্রাপ্ত ৮ জনকে ৩০ হাজার টাকা করে ঋণ প্রদান করা হয়।