স্বদেশ আবৃত্তি সংগঠন এর আয়োজনে এসো হাত ধরি কবিতার ৮ম পর্ব অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক

মোহাম্মদ সেলিম ভূইয়াঃ

গতকাল ১ই নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেলো স্বদেশ আবৃত্তি সংগঠন এর আয়োজনে এসো হাত ধরি কবিতার ৮ম পর্ব। ধারাবাহিক এই আয়োজনের আজকের পর্বটি অনুষ্ঠিত হয় জেলা শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারি ভবনে সন্ধ্যা ৬ টা বেজে ৩০ মিনিটে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড এর সাম্মানিত কাউন্সিলর জনাব নাজমুল হক ডিউক মহোদয়। তাছাড়া বিশেষ অতিথির আসন অলংকৃত করেছেন সুদূর ভারত থেকে আগত শিক্ষাবিদ নিয়তি রায় বর্মন, ভারতের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী শ্রী অমর ঘোষ, ভারতের খ্যাতমান রম্য সাহিত্যিক এড. রাখাল মজুমদার, আবৃত্তিশিল্পী অধ্যাপক ড.মুজাহিদ রহমান ও সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম এর সহ সভাপতি নিশাত হাসিনা শিরিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: সেলিম ভুইঁয়া। অনুষ্ঠানের উপস্থাপনা করেন স্বদেশ আবৃতি সংগঠনের সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অর্পিতা ভদ্র প্রাপ্তি ও অনুষ্ঠান ও প্রশিক্ষন বিষয়ক সম্পাদক নুসরাত জাহান পুস্প।
স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সাদাব মান্নান চৌধুরী। আমন্ত্রিত আবৃত্তিশিল্পী ড. মুজাহিদ রহমান ও শেখ ফাইরুজ নওয়াল দূর্দানা সহ আবৃত্তি পরিবেশন করেন স্বদেশের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, Mostak Ahmad Sajeeb, সাদাব মান্নান চৌধুরী, Arpita Bhadra Prapti, নুসরাত জাহান পুস্প, সাদেক রহমান, সানজিদা রহমান প্রমূখ।
অতিথিদের গান, কবিতা আবৃত্তি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত