কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়নের মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে রবিবার ভোরে ৪’টি মামলার পলাতক আসামী মো. সাত্তার মিয়া (৩০)কে আটক করেছে পুলিশ। চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ আশ্রাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৩’টি বন মামলা ও বন রক্ষিদের উপর হামলার ঘটনায় ২০০২সালে থানায় করা জিআর মামলায় পরোয়ানা ভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামী চিৎমরম মুসলিম পাড়ার মোখলেছুর রহমানের পুত্র মোহাম্মদ সাত্তার মিয়াকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রবিবার তাকে রাঙামাটি আদলতে প্রেরণ করা হয়।