
কাপ্তাই প্রতিনিধি :
দিনব্যাপী নানা কর্মসুচীর মাধ্যমে সোমবার(৪ নভেম্বর) উদযাপিত হলো কাপ্তাই ২৪ আনসার ব্যাটালিয়ন এর ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান। এই উপলক্ষে বাদ ফজর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর জাতীয় ও ইউনিট পতাকা উত্তোলনের এবং অধিনায়কের দরবার অনুষ্ঠিত হয়। পরে আমন্ত্রিত প্রধান অতিথি চট্রগ্রাম ও পার্বত্য চট্রগ্রাম রেঞ্জ কমান্ডার উপ- মহাপরিচালক মো: সামছুল আলম কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান এর শুভ উদ্বোধন করেন। ব্যাটালিয়ন এর অধিনায়ক জে এম ইমরান এর সভাপতিত্বে ব্যাটালিয়ন এর বি কিউ এম মো: এনায়েত হোসেন এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন কাপ্তাই শহীদ মোয়াজ্জম ঘাঁটির টিসি কমান্ডার দুরুল হুদা, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, কাপ্তাই থানার অফিসার্স ইনচার্জ নাছির উদ্দিন, কাপ্তাই ডিজিএফআই এর সহকারী পরিচালক মহিউদ্দিন আকবর , সিনিয়ার মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, ১০ আনসার ব্যাটালিয়ন এর অধিনায়ক রাকিবুল ইসলাম, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ- মহাপরিচালক সামছুল আলম বলেন, দেশের শান্তি,শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ আনসার নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে, আগামীতেও জনগণের কাছে সেবা পৌঁছে দেবার জন্য বাহিনীর সকল সদস্যকে সততা, দক্ষতা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে পদস্ত সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং আনসারের বিভিন্ন পদবীর কর্মকর্তারা উপস্হিত ছিলেন। পরে প্রধান অতিথি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।।