নিখোঁজ সংবাদ

নিজস্ব প্রতিবেদক

 

Photo
নিখোঁজ মন্জুর আলীর ছবি

 

 

নিঁখোজ সংবাদ:

মন্জুর আলী, পিতা-মৃত আব্দুল হামিদ, সাং-সরকারটোলা, আনিছ ভূইয়া বাড়ী, পো-আবুতোরাব, ০৫নং ওয়ার্ড, ১১নং মঘাদিয়া, মিরসরাই, চট্টগ্রাম,

উক্ত ব্যক্তি গত ১৮/০৮/২০১৮ রোজ শনিবার সকাল বেলা তার কর্মস্থল ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও অদ্যাবধী তিনি বাড়ি ফেরেননি।

এমনকি তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।

সম্ভাব্য স্থানগুলোতে খুঁজে তাঁকে পাওয়া যায়নি। তাঁর গায়ের রং ফরসা। মুখমণ্ডল গোলাকার,মাথার চুল কালো ছোট,গড়ন-মাঝারী, উচ্চতা আনুমানিক ৫’-4″। নিখোঁজ হওয়ার দিন তাঁর পরনে ছিল আকাশী রংয়ের শার্ট ও ক্রীম কালারের প্যান্ট, সে চট্রগ্রামের ভাষায় কথা বলে। এ ব্যাপারে মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১০৩৪ -২৫/০৮/১৮ইং) করা হয়েছে। কোনো হূদয়বান ব্যক্তি মন্জুর আলীর সন্ধান পেলে পার্শ্ববর্তী থানায় অথবা 01845650987 যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তি। 

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত