---মোঃ কামরুল ইসলাম
আমি নির্বিকার, সে দিনের কথা নিশ্চয়ই মনে আছে -
আমি এসেছিলাম জাগাতে,নয় শুধু কাঁদতে।
আজ আমায় কেউ বলে সম্ভান্ত,কেউ মধ্যবিত্ত-
হৃদয়ের ক্ষত গুলো তবুও জ্বলছে আর জ্বলছে।
গত দু,দশক ধরে আমার জমিন
আগাছায় ভরপুর-
চারদিকে খরা- অনাবৃষ্টি
সর্বত্র ফন্দি নতুনত্ব,বাসী ফুলের গন্ধ-
চেঁচিয়ে উঠে বিবেক,হৃদয় কেঁপে উঠে বুকের ভিতর-
কাঁপে জানালার কাঁচ,পুরোনো কাঠের আমার সেই আসবাবপত্র।
আমি নির্বিকার তবুও বলছি।
রাজা মহাশয়ের নীতি আজ বিবস্ত্র, মানবতা আজ দিশেহারা
আমি কষ্টকে করেছি আলিঙ্গন
বাবা,মাকে হারিয়ে জ্বলছি আমি
দুঃখের কুপে অনন্ত সেই দহন।
আমি নির্বিকার তবুও বলছি।
গেরিলা যুদ্ধে পাকিস্তানি
দূর্গ করেছে যারা খানখান
তাদের আহাজারি-
শেষ নিঃশ্বাস নিতে দেয় না
আমার এই জমিন,বড় বেহায়া-
আমি নির্বিকার তবুও বলছি।
উন্নয়নের ধারাপাতে সর্বত্র শকুনের নখের আছঁড়
প্রচন্ড দাপড়,বিকলাঙ্গ মন
মুক্ত চিন্তা,মুক্ত মন তৃষা মিটাতে খানিকটা দেয়নি আমি জল।
আমি নির্বিকার তবুও বলছি।
আকাশ পথ,নৌপথ,ভেজা এই চেতনার এই জমিন-
অসহায় মানুষের শখের বারান্দায় হায়েনার মুখ-
বর্বর উল্লাসে মেতে উঠে
চারদিকে শুধু পড়ে থাকে ওদের নগ্ন নগ্ন কড়ি।
আমি নির্বিকার তবুও বলছি।
আমার অবর্তমানে কেউ কখনও জমাবে না ভীড়-
আমি এক তুচ্ছ গুল্মলতা, বলবে হয়ত কেউ বনফুল-
আমি ঠিকানাহীন
আমার পূ্র্বপুরুষ হয়ত গহীন অরণ্যের কোন অজানা ফুল।
আমি নির্বিকার তবুও বলছি।