
মৃত্যুবার্ষিকী……
আজ মাতৃদেবী স্বর্গীয়া নিহার বালা দত্ত এর ৩য় মৃত্যুবার্ষিকী।
এই উপলক্ষ্যে মিরশ্বরাই জনার্দদন পুর, চৈতন্যের হাট
জোরারগঞ্জে পারিবারিক ভাবে বিশেষ কর্মসুচী গ্রহন করা হয়েছে।তিনি অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা রথীন্দ্রনাথ
দত্তের মাতা। তাঁকে গভীর শ্রদ্ধা ও ভালবাসা সহ তাঁর আত্মার শান্তি
কামনা করছেন তার পরিবারবর্গ।
(প্রেস বিজ্ঞপ্তি)