ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১৯ প্যানেল মেয়র ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু

নিজস্ব প্রতিবেদক

আব্দুল আউয়াল মুন্না, চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম:ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১৯”নবাগত ভোটারদের যাচাই বাচাই এ সাহায্য করতে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ড.নিছার উদ্দিন আহমেদ মঞ্জু ।আজ কর্ণেল হাট কাট্টলী নুরুল হক চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১৯ নবাগতদের রেজিস্ট্রেশন শুরু হয় । সকাল ৯ টা থেকে এ কার্যক্রম শুরু করা হয় এবং বিকাল ৫ টা অবধি কার্যক্রম চলে। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা ইলেকশন অফিসার-এম,কে আহমেদ । যথাযথ যাচাই বাচাই ও সঠিক তথ্যের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে তিনি জানান । এম,কে আহমেদ থেকে এসএমটুয়েন্টি টিভি চ্যানেল কার্যক্রমের হালঅবস্থা জানতে চাইলে তিনি বলেন,নতুন ভোটাররা সকাল থেকে নিয়ম-শৃঙ্খলা মেনেই নিবন্ধন ফর্ম পূরণে সহযোগিতা করছেন এবং ভোটার রেজিস্ট্রেশন করছেন । তিনি আরো বলেন,রেজিস্ট্রেশন কার্যক্রমে এই পর্যন্ত কোন সমস্যা হয় নি । উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন চসিক প্যানেল মেয়র ড.নিছার উদ্দীন আহমেদ মঞ্জু । তিনি নবাগত ভোটাদের যাচাই বাচাই এ সহযোগিতা করেন । তিনি নবাগত ভোটাদের উদ্দেশ্যে বলেন,বিগত ১-১০-২০১৯ তারিখ থেকে ২২-১০-২০১৯ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীগণ যে তথ্য সংগ্রহ করেছেন এবং ১ জানুয়ারী ২০০৪ বা তার পূর্বে জম্মগ্রহনকারী যারা ইতিমধ্যে ভোটার হননি তারাই শুধুমাত্র নিবন্ধিত হতে পারবেন । তিনি আরো বলেন,একাধিকবার বা একাধিকস্থানে ভোটার হওয়া দণ্ডনীয় অপরাধ । বাংলাদেশের নাগরিক নয় এই ধরণের লোকের ভোটার নিবন্ধন কাজে কেউ সহযোগিতা করলে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্তা রেখেছেন নির্বাচন কমিশন । পরে তিনি সুষ্ঠু ও সুন্দরভাবে নবাগতদের ভোটার হালনাগাদ নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ করতে সবার সহযোগিতা কামনা করেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত