শহিদুল ইসলাম চৌধুরীঃ
চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া তৃর্ণা ও বিপরীত দিক থেকে আসা উদয়ন এক্সপ্রেসের সাথে সংঘর্ষে এ পযন্ত ১৩ জন নিহত হওয়ার সংবাদ মিলে। আহত প্রায় ২ শতাধিক। ১২ নভেম্বর (মংগলবার) রাত ৩ ঘটিকায় ব্রাহ্মণ বাড়িয়ার কসবায় মন্দাবাগ রেলওয়ে স্টেশনের কাছে ঢাকাগামি তূর্ণানিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, দূর্ঘটনায় এ পযন্ত ১৩জন জন যাত্রী নিহত হয়েছে। আহত প্রায় দুইশত। তাদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া ও পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া সহ বিজিবি, র্যাব, আরএনবি ও জিআরপির সদস্যরা উদ্ধার কাজে সহায়তা করছেন। বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া। শেষ খবর পাওয়া পযন্ত রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাপরিচালক, পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক সহ রেলের অন্যান্যরা ঘটনাস্থলে যাত্রা করেছেন। চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেট রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।