সানজিদার পর আবার ও মানবতার হাত বাড়িয়ে দিলেন অাগামীর পৌরপিতা আলহাজ্ব জিয়াবুল হক

নিজস্ব প্রতিবেদক

মোঃ নাজমুল সাঈদ সোহেল
চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধি :

সানজিদার পর আবার ও মানবতার হাত বাড়িয়ে দিলেন অাগামীর পৌরপিতা আলহাজ্ব জিয়াবুল হক।বারবাকিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ সবজীবন পাড়ার ব্লাড ক্যানসার রোগী ছাত্রলীগনেতা হাসান উদ্দিন রিমনের মা ফাতেমা বেগম ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ মোজাফ্ফর আহমদের সন্তান চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্র মেহেদী হাসানকে উন্নত চিকিৎসার জন্য ১২ নবেম্বর সকাল ১০টা নিজ বাড়িতে এবং বিকাল ৩ টায় নিজস্ব অফিসে আর্থিক সহায়তা প্রদান করেন মানবতার কান্ডারী সদা পরোপকারী আত্নত্যাগকারী আগামী দিনের পৌরপিতা কাউন্সিলর জিয়াবুল হক। অনুরূপ ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে ফেইচবুকে স্টেটাস দেন উপকারভোগী মেহেদী হাসান:
নিন্মে অবিকল স্টেটাসটি তুলে ধরা হল-
আমার চিকিৎসার জন্য মানবিক সাহায্যে এগিয়ে আসলেন, আগামীর পৌরপিতা প্রিয় কমিশনার জিয়াবুল হকেরর মানবতায় এখনো বেঁচে আছে অসংখ্য অসহায় পরিবার। দেশে এখনো যোগ্য নেতা বিদ্যমান। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সবসময় যেনো আপনার সু-স্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করি। অনাগত দিনগুলো সুখ সমৃদ্ধিময় হোক সেই কামনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত