গণপ্রকৌশল দিবস ২০১৯ ও আইডিইবি’র ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কাপ্তাইয়ে বর্নাঢ়্য র‍্যালী ও আলোচনা সভা।

নিজস্ব প্রতিবেদক

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি :

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স,বাংলাদেশ( আইডিইবি) এর ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং গণপ্রকৌশল দিবস ২০১৯ উপলক্ষ্যে কাপ্তাই সাংগঠনিক শাখার আয়োজনে বুধবার(১৩ নভেম্বর) কাপ্তাই এ বর্ণাঢ্য র‍্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হলো” মুক্তিযুদ্ধের প্রত্যাশিত সুখী- সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ” লার্নিং বাই ডুয়িং হোক শিক্ষার ভিত্তি”। কাপ্তাই এ বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ( বিএসপিআই) হতে শুরু হয়ে র‍্যালীটি কাপ্তাই নতুনবাজার প্রদক্ষিণ করে কাপ্তাই রিভার ভিউ পার্কে এসে শেষ হয়। বিএসপিআই এ এই র‍্যালীর উদ্বোধন করেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম আফরাদ জোয়ারদার। র‍্যালী শেষে আইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা শাখার সভাপতি কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএসপিআই এর ওয়ার্কশপ সুপার আব্দুল আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী বিমল চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: ইমাম ফখরউদ্দীন রাজী, সহ – সভাপতি মো: শওকত আলী, বিএসপিআই এর শিক্ষার্থী রবিউল হাসান, সাকলাইন। আলোচনা সভায় বক্তাগণ বলেন, দেশ তথ্য প্রযুক্তিতে এগিয়েছি অনেকদূর, এই এগিয়ে চলার পিছনে দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান অনস্বীকার্য । তারা আরোও বলেন, বাংলাদেশকে স্বনির্ভর ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে আধুনিক প্রযুক্তি নির্ভর দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। এসময় আইডিইবির কাপ্তাই সাংগঠনিক জেলার সকল সদস্য এবং বিএসপিআই এর শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত