কাপ্তাই প্রতিনিধি :
বাংলাদেশ ছাত্রলীগ কাপ্তাই উপজেলা কমিটির প্রাক্তন এবং বর্তমান নেতাকর্মীদের দ্বারা সংবর্ধিত হলেন কাপ্তাই উপজেলা আ'লীগের নব নির্বাচিত সভাপতি অংসুইছাইন চৌধুরী এবং সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা ছাত্রলীগের বিগত কমিটির সভাপতি সাইফুদ্দিন মানিক সম্পাদক হ্রদয় তনচংগ্যা, বর্তমান কমিটির সভাপতি এম নুর উদ্দিন সুমন, সিনিয়ার সহ সভাপতি বাবলু বিশ্বাস অমিত সাধারণ সম্পাদক এ আর লিমন দলের প্রাক্তন এবং বর্তমান নেতাকর্মীদের নিয়ে তাঁদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। সংবর্ধনা অনুষ্ঠান ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ৫ নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা, কাপ্তাই উপজেলা আ'লীগের সাবেক যুগ্ম সম্পাদক স্বপন বড়ুয়া,ওয়াগ্গা ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি দে সহ আ'লীগ এবং এর অঙ্গসংগঠন সমূহের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।