ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক

সাঈদুর রহমান চৌধুরীঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে আবু হানিফ সিকদার (৪৫) নামে এক
কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়ীয়া আর টেক্সটাইল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে ।জানা যায় ,ঢাকামুখী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়।এতে পিছনের কাভার্ডভ্যানেটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।এ সময় ঘটনাস্থলে ড্রাইভার আবু হানিফ সিকদার নিহত হন। সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহত ড্রাইভারকে উদ্ধার করে কুমিরা পুলিশ ফাঁড়ির কাছে প্রেরণ করে । পরে কুমিরা পুলিশ ফাঁড়ি ময়নাতদন্তের জন্য নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে (চমেক) প্রেরণ করেন ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত