
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে স্কুলপড়ুয়া দুই বোনকে ধর্ষণের সময় পাশের বাড়ির শিশু দেখে ফেলায় ফেঁসে গেলেন ধর্ষক। এ ঘটনা কাউকে না বলার জন্য ওই শিশুকে টাকাও দিয়েছেন তিনি। শুক্রবার এ ঘটনায় মামলায় ওই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সুমন মিয়ে ওই উপজেলার ডুমুরিয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। ধর্ষণের শিকার এক শিশুর মা জানান, তার মেয়ে ও ভাগনি অন্য শিশুদের সঙ্গে খেলছিলো। তাদের ফুঁসলিয়ে পাশের বাড়ির একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন সুমন। ওই সময় আরেক শিশু ঘটনাটি দেখে ফেলে। পরে কাউকে কিছু না জানানোর জন্য শিশুটিকে ১০ টাকা দিয়ে পালিয়ে যান তিনি। পরে মেয়েরা বাড়ি ফিরে সব জানায়। মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম জানান, ধর্ষণের শিকার এক শিশুর মা মামলা করেছেন। সুমন মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।