স্বাস্থ্য উন্নয়নে সরকারের কার্যক্রম বিশ্বে প্রশংসিত: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, স্বাস্থ্য খাতের দক্ষ পরিচালনায় মা ও শিশু মৃত্যুরোধ হওয়ায় সরকারের কার্যক্রম বিশ্বে প্রশংসিত হয়েছে। সরকার নিম্ন আয়ের কর্মজীবী মা ও শিশুর স্বাস্থ্য পুষ্টিমান বৃদ্ধি করে তাদের আর্থ সামাজিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছে। গতকাল শুক্রবার মুন্সীগঞ্জ জেলার মিরকাদিম পৌর প্রাঙ্গণে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিগত ১২ বছরে বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে সাড়ে ৭ বছর। অন্যদিকে সারাবিশ্বে গড়ে বেড়েছে সাড়ে ৫ বছর। ইন্দিরা বলেন, যে শিশু ভূমিষ্ঠ হয়নি সে শিশুর পুষ্টি নিশ্চিত করতে দেশব্যাপী মা ও শিশুর সহায়তা কর্মসূচি চালু করা হয়েছে। প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ৩০ প্রকার ওষুধ বিনামূল্যে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, অধিদপ্তরের মহাপরিচালক বদরুননেসা, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহীন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত