মানিকগঞ্জ প্রতিনিধিঃ
টিআর-কাবিটা কর্মসূচির আওতায় মানিকগঞ্জের সিংগাইরে দুর্যোগ সহনীয় ঘর পেয়েছে ২৮ পরিবার। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগীদের কাছে চাবি হস্তান্তর করেন মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগম। এসময় এমপি বলেন, সরকারের নিরলস পরিশ্রমে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। দেশে কেউ না খেয়ে থাকবে না। কাউকে খোলা আকাশের নিচে রাত কাটাতে হবে না।
অনুষ্ঠানে মানিকগঞ্জের জেলা প্রশাসক এস.এম ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হামিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, ভাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জ্বল, শারমিন আক্তার, ইউএনও রাহেলা রহমত উল্লাহ, ইউপি চেয়ারম্যান রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।