কাপ্তাইয়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই প্রতিনিধিঃঃ

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে ‘মোবাইল আসক্তি প্রযুক্তির অপব্যবহার’ বিষয়ক মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক সেমিনার এবং কুইজ প্রতিযোগিতা সোমবার(১৮ নভেম্বর) কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে কাপ্তাই বিদ্যু উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক। এসময় কি-নোট পেপার উপস্থাপন করেন, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়াম্যান মো. নাছির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ চৌধুরী, কাপ্তাই থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মো. মফিুজল হক বলেন, বিজ্ঞান প্রযুক্তি ব্যবহারের যেমন নানা সুবিধা রয়েছে তেমন অপব্যহার করলে অসুবিধা রয়েছে। তাই প্রযুক্তির শিক্ষা বিষয়গুলো আমাদের গ্রহণ করে নিয়ে তা ব্যবহার করতে হবে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত