কাপ্তাইয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই প্রতিনিধিঃ

কাপ্তাইয়ে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী হলেন স্বপন মিয়া(২২)। সে কাপ্তাই নতুনবাজার ঢাকাইয়া কলোনির আজগর আলীর পুত্র। সোমবার (১৮ নভেম্বর) রাতে কাপ্তাই ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আতাউল হক চৌধুরী নেতৃত্বে কাপ্তাই থানার এএসআই সঙ্গীয় ফোর্স সহ তাকে গ্রেফতার করে কাপ্তাই থানায় নিয়ে আসেন। সে কাপ্তাই থানার মামলা নং ৫(১) ১৭ এর ওয়ারেন্টভূক্ত আসামী। কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) নুরুল আলম জানান, আসামী স্বপন মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। তাকে আজ রাংগামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত