বায়েজিদ থানার নতুন ওসি প্রিটন সরকারকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে মোহাম্মদনগর এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক

আব্দুল আউয়াল মুন্না, চট্টগ্রাম প্রতিনিধিঃ

সিএমপির বায়েজিদ বোস্তামী থানার নতুন (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ পরিদর্শক প্রিটন সরকার। ১৭ নভেম্বর রবিবার চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো: মাহবুবুর রহমান বিপিএম, পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়। পুলিশ পরিদর্শক প্রিটন সরকার বায়েজিদ বোস্তামী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দায়িত্বরত বায়েজিদ বোস্তামী থানার ওসি মো: আতাউর রহমান খন্দকারকে সিটিএসবিতে বদলী করে প্রিটন সরকারকে বায়েজিদ বোস্তামী থানার দায়িত্ব দেয়া হয়। প্রিটন সরকার সিএমপির বায়েজিদ বোস্তামী থানার নতুন (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি হিসেবে নিয়োগ পাওয়ায় বায়েজিদ বোস্তামী থানাধীন মোহাম্মদনগর এলাকাবাসীর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে আওয়ামী মোটর চালকলীগ বায়েজিদ থানা কমিটির সভাপতি মোহাম্মদ হুমায়ন কবির, ৪৩নং আমিন শিল্পাঞ্চল যুবলীগের সদস্য মোঃ রাজিব হোসেন, ৪৩নং আমিন শিল্পাঞ্চল স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম তানভীর, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, ৪৩নং আমিন শিল্পাঞ্চল যুবলীগের সদস্য সিকদার সুমন প্রমুখ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত