
কাপ্তাই প্রতিনিধিঃ
কাপ্তাইয়ে রাইখালী ইউনিয়নে প্রতিনিয়ত সন্ত্রাসী হামলা, চোর-ডাকাত, হত্যা ইতাদি মর্মান্তিক ঘটনা ঘটে যাচ্ছে। এতে এলাকার সাধারন মানুষ প্রাণভয়ে নিরাপত্তাহীন ভাবে দিনযাপন করতে হচ্ছে। ২৩ নভেম্বর শনিবার বড়খোলাপাড়া ঢংছড়ি বিজিবি কর্তৃক এলাকার নিরাপত্তার জন্য স্থানীয় হেডম্যান,কার্বারী ও চেয়ারম্যান-মেম্বার গন্যমান্যদের নিয়ে এক অাইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ৪১ ব্যাটালিয়ন ওয়াগ্গাছড়া জোনের লেঃ কর্ণেল মোঃ অারিফ উপস্থিত থেকে এলাকা গন্যামান্যদের সহযোগীতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন ২নং রাইখালী ইউ পি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ এনামূল হক, ৩২২নং নারানগিরি মৌজার হেডম্যান উবাথোয়াই চৌধুরী, ঢংছড়ি বিজিবি ক্যাম্প কমান্ডার অাব্দুল কুদ্দুস, ইউপি সদস্যা মাসানু মারমা, ইউপি সদস্য শেখ মোঃ নাছের, মংনুচিং মারমা, উনুচিং মারমা, মোঃ ইউসুপ কার্বারী, সাংবাদিক বিশু তনচংগ্যাসহ এলাকার অন্যান্য কার্বারীগন এসময় উপস্থিত ছিলেন। এসময় লেঃ কর্নেল মোঃ অারিফ অারো বলেন বিজিবিরা এলাকার নিরাপত্তার সাথে সবসময় কাজ করে যাচ্ছে সেদিকে এলাকার সবার সহযোগীতা ও এক হয়ে কাজ করতে হবে। তাহলে নিরাপত্তা ফিরে অানা সম্ভব।