কাপ্তাইয়ে রাইখালীতে পাড়াকর্মীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই প্রতিনিধিঃ

কাপ্তাইয়ে রাইখালী ইউনিয়নে মাঠপর্যায়ে পাড়াকর্মীদের নিয়ে শনিবার দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেছে অাশিকা ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। শিশু পুষ্টি, নারী সচেতনতা ও পাড়া কর্মীদের কর্মদক্ষতা উন্নয়নের জন্য এই প্রশিক্ষণ প্রদান করে। প্রশিক্ষণ শেষে অালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ এনামূল হক, ইউপি সদস্য মংনুচিং মারমা, কাপ্তাই অাশিকা উন্নয়ন প্রকল্পের কাপ্তাই এফওঅাই জময় পাংকুয়া, পার্বত্য উন্নয়ন বোর্ড এর কাপ্তাই অফিসে এটিএম সুতিব্রো চাকমা,
ইউডিসি বিশু তনচংগ্যা ও মাঠপর্যায়ে ইউনিসেফ পাড়াকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত