
চন্দ্রঘোনা থানা প্রতিনিধি:
কাপ্তাইয়ে রাইখালী ইউনিয়নের ডংনালায় দীর্ঘদিন ধরে বন্যহাতির উপদ্রবে জানমাল নিরাপত্তাহীনতা ভোগছে। গত ২১ নভেম্বর বৃহস্পতিবার ডংনালা গ্রামের বাসিন্দা সুইপ্রুঅং মারমা পিতা: সুইচিংউ মারমা কাখড়াছড়ি মৌজায় বর্গা চাষের ধানক্ষেত পাহারাদা দিতে গেলে অনুমানিক রাত ১২.০০ঘটিকার সময়ে বন্যহাতির আক্রমণে গুরুতর আহত হয়। পার্শ্ববর্তী লোকজন জানতে পেরে তাকে আহত অবস্থায় তাৎক্ষনিক ভাবে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে ভর্তি করেন।পরে তার অবস্থা খুবই আশংঙ্খাজনক হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি সদস্য মংনুচিং মারমা জানান- ঘটনার জানার পরে আমি রাইখালী ইউপি চেয়ারম্যান মোঃ এনামূল হক ও চন্দ্রঘোনা থানাকে অবগত করেছি। বর্তমানে আহত সুইচাপ্রু মারমার সু চিকিৎসার জন্য পারিবারের পক্ষ থেকে যথাস্বাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।