
মোঃ সুজন ইসলাম নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জেলা সৈয়দপুর উপজেলায় সড়কের উপর দোকান বসানো আর এলোমেলো ভাবে সড়কের পাশে ভ্যান অটোরিকশার রাখার প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলেছে। আর এতে শহরে প্রতিদিন জ্যামের সৃষ্টি হচ্ছে । জ্যাম সরাতে ট্রাফিক পুলিশ খাচ্ছে হিমশিম । আর র্দুভোগের মধ্যে পড়েছে পথচারীরা । সরজমিনে ঘুরে দেখা গেছে,ডাঃ জিকরুল হক সড়কের মুক্তিযোদ্ধা সংসদ অফিস হয়ে শহীদ তুলশিরাম (টিআর) সড়কের ইসলামী ব্যাংক পর্যন্ত । আবার শহীদ ক্যাপ্টেন সামসুল হুদা (বিমানবন্দর) সড়কের দুইপাশ দখল করে এমন ভাবে অটোরিকশা,ভ্যান নির্দিধায় দাড়িয়ে থাকার প্রতিযোগিতা দেখাযায়।অপরদিকে মদিনা হোটেল মোড় হয়ে বঙ্গবন্ধু সড়কের মোড় পর্যন্ত সড়কের পাশে ফলের দোকান আর ভ্যান রিক্সা সড়কের মোড় দখল করে রাখাতে শহরে জটলার সৃষ্টি হয় । আর ওই জটলা সরাতে ট্রাফিক পুলিশ দিনরাত দায়িত্ব পালন করেও ব্যর্থ হয়।কারণ ট্রাফিক পুলিশ একটু সরে গেলে আবার যে যার মত সড়ক আর সড়কের মোড়ের পাশে অটো, ভ্যান রাখার প্রতিযোগিতার দৃশ্য দেখা যায় ।
শহরের সড়ক ও ফুটপাত দখদমুক্ত রাখতে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়রের শুভ দৃষ্টি আকর্ষণ করেন পথচারীবৃন্দ।