স্বাধীনতার ৪৭ বছর পর কাপ্তাইয়ে বিদ্যুৎ পাচ্ছে ৩হাজার পরিবার।

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি:

কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ভালুকিয়া, তিনছড়ি, মিতিয়াছড়ি, পানছড়ি, দক্ষিণ ভালুকিয়া, তিনছড়ি বটতলী, তিনছড়ি নোয়াপাড়া, কচুরীপাড়া, কালামাইশ্যা, বটতলী, রামাছড়া, তিনছড়ি পূর্ণবাসন, নারাগিরি বড়াপাড়া ও পাশ্ববর্তী এলাকাবাসী প্রায় ৩ হাজারেও বেশি পরিবার বিদ্যুৎ উৎপাদন উপজেলায় থেকেও নেই কোন এইসব এলাকাবাসীর বিদ্যুৎ সুবিধা। স্বাধীনতার ৪৭ বছর পর এবার বিদ্যুৎ পেতে যাচ্ছে এইসব পরিবার। সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২০১৯-২০ অর্থ বছরের বরাদ্দের পর বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শুরু করেছে।
স্থানীয় রবিন তনচংগ্যা জানান আমরা দীর্ঘদিন বিদ্যুৎ সেবার বাইরে ছিলাম। একটি এলাকা উন্নয়নের জন্য অবশ্যই সেই এলাকায় বিদ্যুৎ থাকা জরুরি। এই বিদ্যুৎ আসার কারণে এলাকায় শিক্ষার মানসহ সামাজিক উন্নয়ন হবে। আরেক বাসিন্দা কিবাংগু কার্বারী জানান , বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে যে দুর্ভোগ তাদের পোহাতে হয়েছে, তার অবসান ঘটবে। রাঙামাটি বিদ্যুতায়ন প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর জানান, বর্তমান সরকারের ‘ভিশন ২০২১’ বাস্তবায়নে শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এর আওতায় রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি অঞ্চলগুলোতে উন্নয়নের ছোঁয়া লেগে চলেছে। তারই ধারাবাহিকতায় কাপ্তাইয়ে ভালুকিয়া তিনছড়ি ও পার্শ্ববর্তী পাড়ায় পরিবারের মাঝে প্রাথমিকভাবে বরাদ্দের অনুযায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। পরবর্তীতে বাকিসব গ্রামের পরিবার বিদ্যুৎ সেবা আওতায় আসবে। কাপ্তাই উপজেলা সদর হতে প্রায় ১২-১৫ কিলো দুরত্বের এই এলাকাবাসী দীর্ঘদিন বিদ্যুৎ সেবার বাইরে থাকার কারণে বিভিন্ন উন্নয়নের বাঁধা হয়ে আছে এলাকাটি। পরিবার ছাড়াও হাইস্কুল, প্রাইমারী স্কুল ও ধর্মীয় প্রতিষ্ঠান গুলোকে দীর্ঘদিনের যে দুর্ভোগ তাদের পোহাতে হয়েছে, এই বিদ্যুৎ আসার কারণে তার অবসান ঘটবে এবং এলাকায় শিক্ষার মানসহ সামাজিক উন্নয়ন হবে বলে জানান এলাকাবাসী।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত