নান্দনিক সাজে কাপ্তাই উপজেলা প্রশাসনিক ভবন: হরেক রকম ফুলের সমারহ।

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই প্রতিনিধিঃ

নান্দনিক সাজে সাজিয়েছে কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন। উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে সারি সারি বিভিন্ন প্রজাতির ফুলের টব লাগিয়ে এর সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। সেবাপ্রার্থী যে কেউ এসে মুগ্ধ হচ্ছেন এই মনোরম দৃশ্য দেখে।
রাইখালী হতে আগত সেবাপ্রার্থী আমেচিং মারমা, কাপ্তাই প্রজেক্ট হতে আসা সেবাপ্রার্থী নাজমুল হাসান কাপ্তাই উপজেলার সম্প্রসারিত ভবনে বিভিন্ন ফুলের সমারোহ দেখে প্রশংসা করেন। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, মানুষ সুন্দরের পুজারী, তাই উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বিভিন্ন প্রজাতির ফুলের টব লাগিয়েছি যাতে দাপ্তরিক কাজে আসা জনগণ এর সৌন্দর্য দেখে মুগ্ধ হন।
কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, বড়ইছড়ি কর্নফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া সহ অনেকে উপজেলা প্রশাসনের বারান্দায় বিভিন্ন ফুলের টবের নান্দনিকতা দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসা করেছেন।।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত